How To Order
Alveeans.com এ সবাইকে স্বাগতম। অনেক বিগেনার আছেন যারা অর্ডার করতে পারতেছেন না। পেইজে মেসেজ করে বলতেছেন ভাই কিভাবে অর্ডার করবো, এই ব্লগ টা মুলত তাদের জন্যই। বেস্ট হবে প্রথমে একাউন্ট করে নিলে, তার জন্য login/Register অপশনে যাবেন।
তারপর একাউন্ট খুলে নিতে পারবেন এখান থেকে, আপনি চাইলে আপনার জিমেইল ব্যবহার করেও সহজেই লগ ইন করতে পারবেন বা নিজে টাইপ করেও একাউন্ট খুলে নিতে পারবেন সহজেই।
তারপর এরকম ড্যাশবোর্ড আসবে। নিচে এড্রেস অপশন থেকে আপনার সম্পুর্ন ঠিকানাটি যুক্ত করে নিবেন। এবং প্রোফাইল অপশন থেকে আপনার বর্তমান রানিং ফোন নাম্বারটি যুক্ত করে নিবেন।
এখন আপনার পছন্দের প্রডাক্টে যান আপনি যেটা কিনতে চাচ্ছেন। যাওয়ার পরে প্রডাক্টের ছবিতে ক্লিক করার পর আপনি এটি কার্টে বা উইশ লিস্টে যুক্ত করতে পারবেন। আর নিচে ক্যাপশনে ক্লিক করলে আপনাকে সরাসরি কেনার অপশনে নিয়ে যাবে।
কেনার অপশনে আসার পর একটু নিচে দেখবেন এরকম সাইজ সিলেক্ট এর অপশন পাবেন, আপনার সাইজ সেলেক্ট করে Buy now তে ক্লিক করে দিবেন।
তারপর এরকম পেইজে আসবে, আপনার যদি কোপন বা ডিসকাউন্ট কোড থাকে তাহলে এখানে বসিয়ে apply coupon করে তারপর checkout করবেন, আর যদি কোপন না থাকে তাহলে সরাসরি checkout করে ফেলবেন।
তারপর এই দুইটা সিলেক্ট করে নেক্সট অপশনে যাবেন।
তারপর এখান থেকে শিপিং মেথডটা সিলেক্ট করে দিবেন। তারপর আপনি যদি ক্যাশ অন ডেলিভারি তে নিতে চান তাহলে ক্যাশ অন ডেলিভারি তে ক্লিক করে কনফার্ম করবেন। অথবা আপনি যদি চান পেমেন্ট করে অর্ডার করতে চান সেটাও পারবেন।
অর্ডার কনফার্ম করা হয়ে গেলে এরকম এরকম পেইজ আসবে, এবং এরকম একটা অর্ডার আইডি দেওয়া হবে। আপনি চাইলে উপরের Track Order এ ক্লিক করে আপনার অর্ডারটি কোন অবস্থায় আছে সেটাও চেক করে নিতে পারবেন। আশা করি সবাইকে বুঝাতে সক্ষম হয়েছি। তারপরেও কারও বুঝতে অসুবিধা হয়। আমাদের whatsapp নাম্বারে যোগাযোগ করবেন। 0185-2018587